সড়কে শৃঙ্খলা ফেরাতে শুধু আইন নয় : ইলিয়াস কাঞ্চন

25

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও নিরাপদ সড়ক চাই বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন, শুধু প্রাতিষ্ঠানিক উন্নয়ন নয়, আমাদের মানবতার উন্নয়নের জন্যেও কাজ করতে হবে। সচেতনতার অভাবে কিংবা সামান্য ভুলের জন্য আমরা প্রাণ হারাতে চাই না। সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য শুধুমাত্র আইন প্রয়োগ করলেই হবে না। প্রয়োজন সকলের সম্মিলিত সচেতনতা। মানবসেবার মানসিকতা ও সচেতনতা সৃষ্টি করতে পারলে সকলের জন্য মঙ্গল হবে। রাউজানের শিক্ষাবান্ধব ও মানবসেবামূলক সংগঠন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে গত রবিবার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ।
সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, শাহ আলম চৌধুরী, রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ, লেখক ও গবেষক শওকত বাঙালি, লেখক জহির উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, শাহরিয়ার হাসান সাকিব, তারেক হাসান, সৈয়্যদ জুনাইদ উল্লাহ, আবু বক্কর আরাফাত, মো. মিজানুর রহমান, মোহাম্মদ রিফাত, আরফান গণি ফাহিম, মোহাম্মদ রবিন, ফরহানুল ইসলাম, নোমান বিন আজিজি, আরফানুল ইসলাম আবির, মোহাম্মদ শাকিল, মোহাম্মদ ফয়সাল, মিজানুর রহমান মুবিন, নুরুল আমিন অপু, এবিএস সাজ্জাদ হোসাইন, মোহাম্মদ আজাদ হোসাইন, তামিম শিকদার সাইফ, হোসাইন মাহমুদ চিশতী, আলভিন আলভী, জুনাইত উল্লাহ তুষার প্রমুখ।সড়কে শৃঙ্খলা ফেরাতে শুধু আইন নয় : ইলিয়াস কাঞ্চন