স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে ড. হাছান মাহমুদ

27

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপিকে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। গতকাল গণমাধ্যমে পাঠানো বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠনের গঠনতন্ত্রের ২৮(১) ধারা অনুযায়ী এ মনোনয়ন দেয়া হয়েছে।
প্রসঙ্গত, ড. হাছান মাহমুদ দেশে এবং আন্তর্জাতিক পরিমন্ডলে একজন খ্যাতিমান পরিবেশবিদ হিসেবে সুপরিচিত। বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পরবর্তীতে সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পরিবেশ মন্ত্রী, জাতীয় সংসদের বন ও পরিবেশ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে দেশের পরিবেশ সংরক্ষণ ও জলবায়ুজনিত ঝুঁকি মোকাবেলায় অত্যন্ত সফলতার সাথে কাজ করেছেন। যা জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসনীয় হয়েছে। বর্তমানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন। টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন এই নেতা।