‘স্ট্যান্ডার্ড’ ধরে রেখে এশিয়া কাপ ভারতের

8

এশিয়া কাপ ভারত জিতবে, এটা প্রত্যাশিতই ছিল। কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছে ফাইনালে শ্রীলঙ্কাকে কোনো পাত্তা না দিয়েই। ঠিক যেন ভারতের অধিনায়ক হারমানপ্রিত কৌরের বলা ‘স্ট্যান্ডার্ড’ ধরে রেখে। শনিবার (১৫ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছে ভারত। আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ৬৫ রান করে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে ৮ ওভার ৩ বল খেলেই জয় পায় ভারত।
এশিয়া কাপের আট আসরে এটি তাদের সপ্তম শিরোপা। অল্প রানের লক্ষ্যে খেলতে নেমে ৩২ রানের উদ্বোধনী জুটি পায় ভারত। ৮ বলে ৫ রান করে ওপেনার শেফালি ভার্মা ফিরলে এই জুটি ভাঙে। ৪ বলে ২ রান করে জেমাইমা রদ্রিগেজ ও দিহারি আউট হলে মৃদু সম্ভাবনা জেগে উঠেছিল জাদুকরী কিছুর। কিন্তু স্মৃতি মান্ধানা ও অধিনায়ক হারমানপ্রিত কৌর তেমন কোনো সুযোগই দেননি। ৬ চার ও ৩ ছক্কায় ২৫ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলেন স্মৃতি।
১৪ বলে ১১ রান করে অপরাজিত ছিলেন হারমান।