সেরেনার বিদায় ফাইনালে ওসাকা-আজারেঙ্কা

9

টেনিস ইতিহাসে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্লাম জেতা মার্গারেট কোর্টকে ছোঁয়ার স্বপ্ন এবারও পূরণ হলো না সেরেনা উইলিয়ামসের। ইউএস ওপেনের সেমি-ফাইনালে ছয়বারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের এই তারকাকে হারিয়ে দিয়েছেন বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা। ফাইনালে তার প্রতিপক্ষ জাপানের নাওমি ওসাকা। নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোসে স্থানীয় সময় বৃহস্পতিবার প্রথম সেটে দারুণ খেলার পর দুই ও তিন নম্বর সেটে তেমন লড়তেই পারেননি ৩৮ বছর বয়সী সেরেনা। দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ১-৬, ৬-৩, ৬-৩ গেমে জিতে সাত বছর পর কোনো গ্র্যান্ডস্লামের ফাইনালে ওঠেন দুইবার অস্ট্রেলিয়ান ওপেন জেতা আজারেঙ্কা। দিনের প্রথম সেমিফাইনালে ২৮তম বাছাই যুক্তরাষ্ট্রের জেনিফার ব্রেডিকে ৭-৬ (৭-১), ৩-৬, ৬-৩ গেমে হারিয়ে ফাইনালে ওঠেন ২০১৮ আসরের চ্যাম্পিয়ন ওসাকা। শিরোপা লড়াইয়ে আজ শনিবার মুখোমুখি হবেন আজারেঙ্কা-ওসাকা।