সৃষ্টিশীল ও স্মরণে রাখার মত গানের রাজা শিল্পী সুবীর নন্দী

78

সৃষ্টিশীল গানের জন্য শিল্পী সুবীর নন্দী সংগীত প্রেমীদের হৃদয়ে বেঁচে থাকবেন উল্লেখ করে সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন বলেছেন, আকাশ সংস্কৃতিতে সংগীত নিয়ে বিকৃত ও অবমাননাকর সংস্কৃতি চর্চা চলছে। এ অনিয়ম থেকে দেশীয় সংগীতশিল্পী ও গীতিকারদের রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, সংগীত যারা ভালোবাসে না তারা মানুষ খুন করতেও দ্বিধাবোধ করে না। সুবীর নন্দী শুধু দেশের সম্পদ নন তিনি উপমহাদেশের সম্পদ। এদেশের শিল্পীদের শিল্পী ছিলেন সুবীর নন্দী। তাঁর গানগুলো বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। সৃষ্টিশীল ও স্মরণে রাখার মত গানের রাজা শিল্পী সুবীর নন্দী। তার সৃষ্টিশীল গানগুলো সরকারিভাবে সংরক্ষণের আহব্বান জানান তিনি।
চট্টগ্রাম বিনোদন সাংবাদিক সংস্থা (চবিসাস) আয়োজিত দেশবরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর স্মরণে শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চবিসাস সভাপতি সৈয়দ দিদার আশরাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির হোসাইন জীবনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি চিত্রনায়ক পংকজ বৈদ্য সুজন, বাংলাদেশ গীতিকবি সংসদ চট্টগ্রাম শাখার সভাপতি গীতিকার লিয়াকত হোসেন খোকন, দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগ সহ-সভাপতি সংগীতশিল্পী কল্পনা লালা, ‘ল’ জাস্টিস ফাউন্ডেশন চেয়ারম্যান আলী আহমেদ শাহিন, বঙ্গবন্ধু একাডেমির সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, চট্টগ্রাম প্রতিবন্ধী ফোরাম সংগঠনের সভাপতি এম এ সবুর, সাহিত্য পত্রিকা কথন সম্পাদক ফারুক হাসান, কাঞ্চন মহাজন, যুবলীগ নেতা শহীদুর রহমান খোকন, শ্রমিকনেতা ছিদ্দিকুল ইসলাম, ১৪ দলীয় নেতা স্বপন সেন। বক্তব্য দেন শিশু সাহিত্যিক রমজান আলী মামুন, নাগরিক ঐক্যের আবদুল মাবুদ, আবৃত্তিশিল্পী সোমা মুৎসুদ্দী, মুক্তিযোদ্ধা দয়াল হরি দে, মুক্তিযোদ্ধা মো. নাসির, মাওলানা মাহবুবুর রহমান, আশিক বন্ধু, আব্দুল্লাহ মজুমদার, ইকবাল ভূঁইয়া, রোজী চৌধুরী, জামাল উদ্দিন কান্টু, এনপি সাগর, মো. আলী সিকদার, হারুন রশিদ, আকাশ ইকবাল, কামাল হোসেন, মো. তিতাস, মো. তরিকুল্লাহ, সাইদুল ইসলাম মাসুম, সরোয়ারুল আলম, শিল্পী সমীরন পাল, শিল্পী কাজল দত্ত, শিল্পী নারায়ণ দাশ, মো. নাজমুল, মোহাম্মদ হোসেন মিন্টু প্রমুখ। পরে শিল্পী সুবীর নন্দী স্মরণে সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি