সুন্নি সম্মেলনে সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী সুন্নিয়তের ভিত্তিকে মজবুত করেছেন মইনুদ্দীন আহমদ আল্-হাসানী

18

মাইজভাÐার দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী বলেছেন, পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) উদ্যাপনকে শক্ত ভিত্তিতে দাঁড় করিয়ে গেছেন শায়খুল ইসলাম হযরত আল্লামা শাহ্সূফী সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানী মাইজভান্ডারী (ক.)। ১৯৮৮ সনে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর পরই সুন্নীয়তের অঙ্গনে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসেন। তিনি সুন্নীয়তের ভিত্তিকে মজবুত করে গিয়েছিলেন বলেই আজও আমরা তার সুফল ভোগ করছি। জীবনের সকল ক্ষেত্রেই তিনি সফলতার স্বাক্ষর রেখেছেন। তবে ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) রাষ্ট্রীয়ভাবে উদ্যাপনে তাঁর জীবনব্যাপী প্রচেষ্টা তাঁকে অনন্য সম্মানের আসনে স্থান করে দিয়েছে।
২৬ ফেব্রæয়ারি হাটহাজারীর বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা জাফর আহমদ সিদ্দীকি (রহ.) স্মরণে এবং মাদ্রাসার বার্ষিক সভা উপলক্ষ্যে আয়োজিত সুন্নী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে িৈতনি এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদউদ্দীন।
অধ্যক্ষ আল্লামা কাজী আনোয়ারুল ইসলাম খানের (র.) ইন্তেকাল শোক প্রকাশ করে মহান রবের দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন প্রধান অতিথি।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন পীরে ত্বরীক্বত আল্লামা খায়রুল বশর হক্কানী, মুফতি মোহাম্মদ হারুনুর রশীদ, শাহ্জাদা মোহাম্মদ সিদ্দিক রেজা, শাহ্জাদা মাওলানা মোহাম্মদ হোসাইন। প্রধান ওয়ায়েজ ছিলেন আল্লামা মুফতি হাসান রেজা আল ক্বাদেরী। আলোচনায় অংশগ্রহণ করেন চবি অধ্যাপক ড. এ.এস.এম বোরহান উদ্দিন, আল্লামা ফখরুদ্দিন আল ক্বাদেরী, আল্লামা জয়নুল আবেদীন জিহাদী, মাওলানা মোহাম্মদ মনজুরুল ইসলামসহ ওলামায়ে আহলে সুন্নাহ্। আখেরী মুনাজাত পরিচালনা করেন সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী মাইজভান্ডারী। বিজ্ঞপ্তি