সুন্দর ও সুস্থ সমাজ বিনির্মাণে শিক্ষার কোন বিকল্প নেই

74

বান্দরবানের বালাঘাটায় স্কুলের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বুধবার সকালে জেলা শহরের বালাঘাটায় বিলকিস বেগম উচ্চ বিদ্যালয়ে ২কোটি ২৬লক্ষ টাকায় এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ‘নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় একাডেমিক ভবনটি নির্মিত হলে শিক্ষার্থীদের দুর্ভোগ অনেকটাই কমে যাবে।
এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর বলেন,বাংলাদেশে বর্তমানে উন্নয়নের ইতিহাস রচিত হয়েছে। সারাদেশের ন্যায় পার্বত্যাঞ্চলকেও অধিক গুরুত্ব দিয়ে উন্নয়ন হচ্ছে।
তিনি আরো বলেন, সুন্দর জীবন ও সুস্থ সমাজ বির্নিমাণে শিক্ষার কোন বিকল্প নেই। তাই শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহŸান জানান।
পার্বত্যমন্ত্রী আরোও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই পার্বত্য এলাকা সহ সারা দেশে শিক্ষার মান দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম, উপ-সহকারি প্রকৌশলী মোঃ শামীম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, বালাঘাটা বিলকিস বেগম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, পৌর কাউন্সিলর আবুল খায়ের আবু, মোহাম্মদ আলী, বজলুল করিম চৌধুরী কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা রেজাউল করিম চৌধুরী, সভাপতি সুচিত্রা তঞ্চঙ্গ্যা, প্রধান শিক্ষক শিবু কুমার ধর, সহকারি শিক্ষক মোঃ ইউছুপ আলী সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।