সীমান্ত নিরাপত্তা ও আফগান ইস্যুতে পাকিস্তান-ইরান আলোচনা

3

 

আগস্টে তেহরানে ইরানি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীআগস্টে তেহরানে ইরানি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা করেছে পাকিস্তান ও ইরান। এই আলোচনায় আফগানিস্তানে তালেবান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং সীমান্ত নিরাপত্তার বিষয়ও স্থান পায়। মঙ্গলবার ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্র সচিব সোহাইল মাহমুদের সঙ্গে এই আলোচনায় অংশ নেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলি বাগেরি কানি। বৈঠকের পর পাকিস্তানের এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের সব ইস্যু পর্যালোচনা করেন। এর মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্য, কানেক্টিভিটি, নিরাপত্তা, জ্বালানি, শিক্ষা এবং মানুষে-মানুষে বিনিময়ের মতো বিষয় স্থান পায়। তবে ওই বৈঠক নিয়ে কোনও বিবৃতি প্রকাশ করেনি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ পাকিস্তানি বিবৃতির বরাতে খবর প্রকাশ করেছে। ইরানের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পাকিস্তান সফর করেন উপ-পররাষ্ট্রমন্ত্রী আলি বাগেরি কানি। পাকিস্তানি বিবৃতিতে বলা হয়েছে, আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে আফগানিস্তানের সর্বশেষ অবস্থা, কাশ্মিরের বিরোধপূর্ণ অঞ্চলও আলোচনায় স্থান পায়। এছাড়াও ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলি বাগেরি কানি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশির সঙ্গে সাক্ষাৎ করেন। কোরেশি বলেন, আফগানিস্তানের অবিলম্বে মানবিক সহায়তা প্রয়োজন।