সীতাকুন্ড স্রাইন কমিটির সভা

67

সীতাকুন্ড স্রাইন কমিটির সভা ২৮ মে সকাল সাড়ে ১০টায় সিনিয়র সদস্য অধ্যাপক ড. জ্যোতিপ্রকাশ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন স্রাইন কমিটির সম্পাদক অ্যাডভোকেট চন্দন দাশ। তিনি মোহন্ত আস্তানায় বৃক্ষ ব্যবস্থাপনা বিভিন্ন আইনানুগ কার্যক্রমের বিরুদ্ধে থানায় দায়েরকৃত অভিযোগের বিরুদ্ধে নিন্দা জানান। সভায় চন্দ্রনাথ ধামের সিঁড়ি নির্মাণকাজ শুরু করার জন্য সিঁড়ি নির্মাণ কমিটি, অর্থ উপকমিটি সহ বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। অচিরেই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে এর কার্যক্রম শুরু হবে বলে সভায় সিদ্ধান্ত হয়। সভায় সীতাকুন্ড ¯স্রাইন কমিটির সাধারণ সম্পাদক স্রাইনের ব্যাংক স্থিতি, নগদ জমা সহ আর্থিক ব্যবস্থাপনা ও সামগ্রিক উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরেন। এসময় বক্তব্য দেন সহ সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য, অ্যাডভোকেট অপূর্ব ভট্টাচার্য্য, অ্যাডভোকেট উত্তম মহাজন, দানবীর কাজল পাল, অনিল পাল, নিতাই চন্দ্র দাশ, ভার্চুয়াল বক্তব্য দেন অশোক সাহা, সীতাকুন্ড মেলা কমিটির সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক সমীর শর্মা, অভিভ‚ষণ ভট্টাচার্য্য। সভা সঞ্চালনা করেন দুলাল দে। উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সজল কান্তি দাশ, অ্যাডভোকেট সজল দে, অ্যাডভোকেট পিপলু দাশ, অ্যাডভোকেট দীপক চন্দ্র নাথ, অ্যাডভোকেট রূপম ভট্টাচার্য্য, অ্যাডভোকেট রূপম রায়, অ্যাডভোকেট রাজীব দাশ, অ্যাডভোকেট হিরু সুশীল, অ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী, অ্যাডভোকেট সুমন চক্রবর্তী, অ্যাডভোকেট উৎপল চক্রবর্তী, অ্যাডভোকেট বিপ্লব ভট্টাচার্য্য, অ্যাডভোকেট সুমিত আচার্য্য, অ্যাডভোকেট খোকন দে, অ্যাডভোকেট রূপম দেওয়ানজী, অ্যাডভোকেট পঙ্কজ দে, অশোক চক্রবর্তী, ইঞ্জিনিয়ার রাজিব চৌধুরী, ইঞ্জিনিয়ার উত্তম, ইঞ্জিনিয়ার কানন প্রতাপ দত্ত, সুজন দাশ, যীশু ভৌমিক, রিপন দে, বাসুদেব চৌধুরী, শুভ্র দেব রায়, মিথুন বৈদ্য, সাজু চৌধুরী, সৌভিক পাল, জিৎ দাশ, গৌরিপদ চক্রবর্তী, সুরনিন্দ দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি