সীতাকুন্ডে ১৯৪ একর খাস জায়গা উদ্ধার

19

সীতাকুন্ড প্রতিনিধি

সীতাকুন্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের উত্তর সলিমপুর মৌজার বিএস দাগের ১নং খাস খতিয়ানের ফৌজদারহাট টোল রোড সংলগ্ন শুকতার চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্ক ও আশপাশে অবৈধভাবে দখলে থাকা প্রায় ১৯৪ দশমিক ৯৮ একর সরকারি জায়গা উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন। গতকাল বুধবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলমের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়। এসময় বেড়িবাঁধ সংলগ্ন প্রায় শতাধিক দোকানঘর, অস্থায়ী ভাড়াঘর এবং শুকতারা চাইনিজ রেস্টুরেন্ট নামে একটি পার্ক বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা নুরুল আহসান, উপজেলা ভূমি অফিসের সার্ভিয়ার অহিদুল আলম ও সীতাকুন্ড মডেল থানার ফৌজদার হাট পুলিশ ফাঁড়ির পুলিশের একটি টিম।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভ‚মি আশরাফুল আলম বলেন, ‘স্থানীয় কিছু লোক বেশকয়েক বছর ধরে সরকারি খাস জায়গা দখল করে চাইনিজ রেস্টুরেন্ট ও পার্ক এবং দোকানপাট তৈরি করে দখল করে রাখে। দখলকৃত লোকদ্বয়কে উচ্ছেদের বিষয়ে একাধিকবার নোটিশ করলো, নানা তালবাহানা দেখিয়ে তারা তাদের স্ব-অবস্থানে ছিল। সম্প্রতি আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান ডিসি’র আদেশমতে ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় আমরা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করি। উচ্ছেদকৃত জায়গার পরিমাণ ১৯৪ দশমিক ৯৮ একর। যার আনুমানিক মূল্য এক হাজার কোটি টাকা। সরকারি খাস খতিয়ানের জায়গা দখলমুক্তকরণ কাজ চট্টগ্রাম জেলা প্রশাসনের একটি চলমান অভিযানের অংশ।’