সীতাকুন্ডে স্বামীর ভিটা থেকে বৃদ্ধাকে উচ্ছেদ করার পাঁয়তারা

25

চট্টগ্রামের সীতাকুন্ডে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ১নং ওয়ার্ড জাহানাবাদ এলাকার বাসিন্দা বৃদ্ধা এক নিরীহ মহিলাকে স্বামীর ভিটা থেকে উচ্ছেদ করার পাঁয়তারা করছে সংঘবদ্ধ প্রতারকচক্র। এ ঘটনায় ভুক্তভোগী গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে সীতাকুন্ড প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এর প্রতিকার চেয়ে লিখিত বক্তব্য পাঠ করেন মৃত নুরুল আলমের স্ত্রী ভুক্তভোগি বৃদ্ধা খতিজা বেগম।
লিখিত বক্তব্যে বলেন, চট্টগ্রাম জেলা প্রশাশক আওতাধীন এল এ শাখার মামলা নং ০৭/২০১৭-১৮ইং মূলে গ্যাস পাইপ লাইন আমার ভিটার উপর দিয়ে পড়লেও আমাকে তারা কোনো নোটিশ এখনো দেয়নি। কিন্তু সিটিজি এল গ্যাস কোম্পানির কর্মকর্তা কার্তিক, হাসেম, সফিক এবং এনজিও র্ডপ সীতাকুন্ড শাখার রুবেল ও ফরহাদের নেতৃত্বে ১০/১২ জন লোক এসে জোর পূর্বক আমার দীর্ঘ দিনের লাগানো গাছপালা কেটে ফেলাসহ বসত ঘরের পেছনের সেমিপাকা গোসলখানা ও রান্না ঘর ভেঙে ফেলে ।
এখন আমার মূল বসত ঘরও ভাঙার পাঁয়তারা করছে এবং আমার ছেলেদেরকে বিভিন্ন মামলায় জড়ানোর হুমকি দিয়ে যাচ্ছে। তারা এল এ শাখার সার্ভেয়ার সেলিম, মঞ্জু ও ইব্রাহীমের যোগসাজশে মোটা অংকের বিনিময়ে আমার বসত ঘর ও গাছপালার ক্ষতি পূরণের কোনো নোটিশ না দিয়ে আমার উত্তর পাশে ঘরের মালিক মানিক চৌধুরী ও পূর্ব পাশে নাছির চৌধুরীকে ৬লাখ ৯০ হাজার ২৯৩ টাকা করে দেওয়া হয়েছে। সুতরাং আমি ক্ষতিগ্রস্ত বৃদ্ধা মহিলা হিসেবে ন্যায্য পাওনা পাওয়ার জন্য প্রধান মন্ত্রী,গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়,ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীদের হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগি বৃদ্ধার ছেলে কামাল হোসেন বাবলু, শওকত হোসেন, পুত্রবধূ ফারজানা আক্তার, স্থানীয় মো. সালাউদ্দিন,জানে আলম, মামুন চৌধুরী, তাহের ও জয়নাল আবেদীন প্রমুখ।