সীতাকুন্ডে লায়ন্স ক্লাবের চিকিৎসা ক্যাম্প

47

লায়ন্স ক্লাব অব চিটাগং সীতাকুন্ডসহ ছয়টি লায়ন্স ক্লাবের উদ্যোগে সীতাকুন্ডে দিনব্যাপী বিনাম‚ল্যে চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস টেস্ট ও ব্লাড গ্রুপিং ক্যাম্প শনিবার সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশ এর জেলা গভর্নর ইলেক্ট লায়ন কামরুন মালেক এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ ম ম দিলশাদ, লায়ন জেলা কেবিনেট ও বিভিন্ন ক্লাব নেতৃবৃন্দ। প্রধান অতিথি লায়ন কামরুন মালেক বলেন, লায়নিজমের মূল লক্ষ্য আর্তমানবতার সেবায় নিঃস্বার্থভাবে কাজ করা। বিশ্বব্যাপী লায়নরা সেই লক্ষ্যে কাজ করছে অবিরাম। তিনি লায়ন্স ক্লাব অব চিটাগং সীতাকুন্ডসহ অংশগ্রহণকারী ক্লাবগুলোকে সেবামূলক এই আয়োজনের জন্য ধন্যবাদ জানান।
সেবা কার্যক্রমে অংশগ্রহণকারী অন্য ক্লাবগুলো হচ্ছে- লায়ন্স ক্লাব অব চিটাগং অগ্রণী, লায়ন্স ক্লাব অব চিটাগং প্রেসিডেন্সি, লায়ন্স ক্লাব অব চিটাগং মেট্রোপলিটন ও লায়ন্স ক্লাব চিটাগং ইম্পেরিয়াল সিটি ও লায়ন্স ক্লাব অব চিটাগং লিবার্টি। তিন শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেয়া ছাড়াও অপারেশনের জন্য নির্বাচিত রোগীদের বিনাম‚ল্যে অপারেশন করবে লায়ন্স ক্লাব।
বিশেষ অতিথি ছিলেন কেবিনেট সেক্রেটারী লায়ন জাহিদুল ইসলাম চৌধুরী, ট্রেজারার ইলেক্ট লায়ন আশরাফুল আলম আরজু, রিজিওনাল চেয়ারপার্সন হেড কোয়ার্টার লায়ন মীর্জা আকবর আলী চৌধুরী, রিজিওনাল চেয়ারপার্সন আবদুল আজিজ। ক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল আফছার চৌধুরী, লায়ন মোহাম্মদ গিয়াস উদ্দিন, লায়ন নেছার আহমদ, লায়ন আসিফ উদ্দিন ভ‚ঁইয়া, লায়ন মোস্তফা কামাল ভ‚ঁইয়া জুয়েল, লায়ন কাজী আলী আকবর জাসেদ, লায়ন নাছির উদ্দিন মানিক, লায়ন অধ্যাপক রণজিত কুমার সাহা, লায়ন বেলাল হোসেন, লায়ন কামাল উদ্দিন ভ‚ঁইয়া, লায়ন মনোয়ারুল হক এফসিএমএ, লায়ন আবুল হাসনাত, লায়ন ইঞ্জি. কামরুদ্দোজা, লায়ন মফিজুর রহমান সাজ্জাদ, লায়ন আবদুল মতিন, লায়ন তারিকুল আলম, লায়ন মোহাম্মদ মহিউদ্দিন, লায়ন আবু রায়হান, লায়ন জিয়া উদ্দিন বাবলু, লিও আরাফাত ইলাহী, লিও নুরুজ্জামান রাশেদ, লিও নূর খাঁন, জামিল আল ফয়সাল, মহিউদ্দিন সিরাজ, আহমেদ উল্লাহ পাপন, আশিক উদ্দিন, লিও জিল্লুর রহমান শিবলী, লিও সাদেক, লিও হামিদ হোসাইন মাহমুদ, লিও ইশতিয়াক বিন ইমাম, লিও ফোরকান উদ্দিন তৌহিদ, লিও নাঈম আহমেদ কফিল, লিও হাসানুল বান্না, লিও মনিরুল করিম, লিও আলী আকবর, লিও আইনুল করিম ফিরোজ, লিও শহিদুল ইসলাম, লিও শাহানা আক্তার প্রমুখ। বিজ্ঞপ্তি