সীতাকুন্ডে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে টিআর’র অর্থ বিতরণ

53

চট্টগ্রামের সীতাকুন্ডে বিভিন্ন ধমীয়, শিক্ষা ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানসমুহে বরাদ্দকৃত টি.আর এর অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা শেষে এসব নগদ অর্থ বিতরণ করেন প্রবাসি কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য দিদারুল আলম এমপি। তিনি বলেন, ‘টি.আর‘এর এসব টাকা সরকার গ্রামীণ কাজে ব্যবহার করেন। আপনারা যারা ধর্মীয় প্রতিষ্ঠানের খতিব ও মন্দিরের পুরোহিত জনগণকে অবশ্যই জানাবেন মাননীয় প্রধানমন্ত্রীর অক্লান্ত পরিশ্রমে আজ দেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে। মসজিদে ও মন্দিরে এসব বিষয়ে আলোচনা করবেন।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়ের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছাইফুল্ল্যাহ মজুমদারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো.আলাউদ্দিন সাবেরি, ইউপি চেয়ারম্যান যথাক্রমে সৈয়দপুরের তাজুল ইসলাম নিজামি, বারৈয়াঢালার রেহান উদ্দিন রেহান, বাড়বকুন্ড- সাদাকাত উল্ল্যা মিয়াজি, ভাটিয়ারির নাজিম উদ্দিন। অনুষ্ঠানে ২০১৮-১৯ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ(টিআর) কর্মসূচির আওতায় প্রথম কিস্তির ১২ প্রতিষ্ঠানকে ৮লক্ষ টাকা ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য দেওয়া হয়েছে।