সীতাকুন্ডে ট্রেনে কাটা পড়ে মহিলার মৃত্যু

28

সীতাকুন্ডে ট্রেনে কাটা পড়ে ওয়াহিদা বেগম (৬০) নামের এক মহিলার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সীতাকুন্ড পৌরসদরের পন্থিছিলা হাজি পাড়া রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওয়াহিদা বেগম একই এলাকার মুক্তিযোদ্ধা মরহুম সফিউল আলমের স্ত্রী। তিনি দীর্ঘসময় ধরে মানসিক সমস্যায় ভুগছেন।
জানা যায়, মুক্তিযোদ্ধা সফিউল আলমের স্ত্রী ওয়াহিদা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। গতকাল দুপুরে তাকে ডাক্তারের কাছে নেয়ার জন্য রেডি করে তার পুত্র বাড়ির সামনে আসলে অসাবধানতাবশত তাকে হাত থেকে ছেড়ে দেন। এই ফাঁকে তিনি পার্শ্ববর্তী রেললাইনে গিয়ে বসলে চট্টগ্রামমুখী ট্রেনে কাটা পড়েন। এতে তার মৃত্যু হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে লাশটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে পৌরসদরের ২নং ওয়ার্ড কাউন্সিলর মাইমুন উদ্দিন মামুন বলেন, ‘ট্রেনে কাটা বৃদ্ধ মহিলাটি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন, আজ (বৃহস্পতিবার) ডাক্তার দেখানোর জন্য নেয়ার পতে এ দুর্ঘটনার শিকার হয়।’
সীতাকুন্ড জিআরপি পুলিশের উপ-পরিদর্শক নূর মোহাম্মদ বলেন, ‘আমরা বিষয়টি শুনে ঘটনাস্থলে যাই। ট্রেনে কাটা পড়া মহিলাটি মানসিক ভারসাম্য শুনে স্থানীয় প্রতিনিধির অনুরোধে লাশ আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করেছি।’