সীতাকুণ্ডে সাপের কামড়ে শিশুর মৃত্যু

9

সীতাকুণ্ডে  সাপের কামড়ে তানজিনা আক্তার তাসনিন নামে তিন বছরের এক শিশু মৃত্যুবরণ করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে সে। সীতাকুণ্ড পৌরসদর ১নং ওয়ার্ডের মধ্যম এয়াকুব নগর এলাকার সার ব্যবসায়ী বাক প্রতিবন্ধী মো. নুর মোস্তফা রাশেদের কন্যা ছিল তানজিনা।
জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকালে ঘুম থেকে উঠে ঘরের পার্শ্ববর্তী বাবার সারের দোকানের পাশে একটি কুলিং কর্ণারে বসে ছিল। এই সময় বিষাক্ত একটি সাপ দোকানের পাশের ডোবা থেকে উঠে মেয়েটিকে কামড় দেয়। শিশু তানজিনার চিৎকারে উপস্থিত ব্যক্তিবর্গ
দ্রুত তাকে প্রথমে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে। সেখানে নেয়ার পথেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
শিশুটির চাচা সাহেদ বেলাল বলেন, ‘দোকানের পাশের ডেইলা থেকে সাপটি উঠে শিশুটিকে কামড় দিয়ে চলে যায়। পরে শিশুর কান্নাকাটির পর আমরা প্রথমে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন’।