সিআরবি ও টাইগারপাস ইস্যু, দুদকে যাবে বিএইচআরএফ

21

 

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আইন, গেজেট ও মাস্টার প্ল্যান অনুযায়ী সিআরবি টাইগারপাস জোনে কোনো স্থাপনার নকশা অনুমোদনের সুযোগ না থাকা সত্ত্বেও এবং প্রস্তাবিত স্থানে মহান মুক্তিযুদ্ধের বেশ কয়েকজন বীর শহীদদের সমাধি স্থল থাকার বিষয়টি গোপন করে সরকার প্রধানকে মিথ্যা তথ্য দিয়ে ইউনাইটেড প্রাইভেট লিমিটেড কোম্পানিকে হাসপাতাল ও মেডিকেল কলেজ নির্মাণের মতো বিশাল কর্মযজ্ঞ সম্পাদনের জন্য রেলের মূল্যবান জমি নামমাত্র মূল্যে বরাদ্দ দানের চুক্তি সম্পাদনকারীদের অবিলম্বে দুদক আইনে গ্রেফতার ও তাদের বিচারের আওতায় আনার জন্য ফৌজদারি অভিযোগ দায়ের করবে মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ)। বিএইচআরএফ এর মতে, এটা ফৌজদারী অপরাধ। এ অপরাধের পক্ষে পরস্পর যোগসাজসে যারা সাফাই গাইতে দরিদ্র জনগণের বিপুল অর্থ খরচ করে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন তাদের ক্ষমতার অপব্যবহারর বিষয়টিও দুদক আইনের অভিযোগের আওতায় আসবে। এসব দুর্নীতিবাজ আমলাদের হাতে সিআরবি টাইগারপাস জোন ও সার্কেল কোন মতেই নিরাপদ নয়। তারা ক্রমান্বয়ে এ নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যমÐিত স্থানটির অবয়ব নষ্ট করে গোপন লেনদেনের মাধ্যমে সব সাবার করে দিচ্ছে বিধায় বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নিতে আবেদন জানানো হবে দুদক চেয়ারম্যান বরাবরে। বিএইচআরএফ এর মিডিয়া সেল থেকে কাশিফ মাহমুদ শান্তনু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তি