সিআরবি’তে কোনো স্থাপনা নির্মাণ করতে দেয়া হবে না : বাপসা

6

 

গণঅধিকার ফোরাম ও বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন’র পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসাবে সিআরবি রক্ষায় গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চেরাগী চত্ত্বরে সমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচি ১১ আগস্ট বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। গণঅধিকার ফোরাম চট্টগ্রাম মহানগর সভাপতি প্রবীণ রাজনীতিবিদ আবু মোহাম্মদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও বাংলাদেশ সুরক্ষা আন্দোলন (বাপসা)’র যুগ্ম সমন্বয়কারী সাজ্জাদ হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণঅধিকার ফোরাম’র মহাসচিব এম এ হাশেম রাজু। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সুরক্ষা আন্দোলন (বাপসা) এর প্রধান সমন্বয়ক উত্তম কুমার আচার্য্য। বক্তব্যে এম এ হাশেম রাজু বলেন, সিআরবি ধ্বংসের জন্য দায়ীরা চট্টগ্রামের গণদুশমন। এদের ষড়যন্ত্র থেকে সিআরবিকে রক্ষা করতে হবে। সিআরবিতে হাসপাতালের নামে কোন বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করতে দেয়া হবে না। চট্টগ্রামবাসী প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে অপতৎপরতা রুখে দেবে।
এ কর্মসূচিতে আরো বক্তব্য দেন গণঅধিকার ফোরাম’র যুগ্ম মহাসচিব নূর মোহাম্মদ দোহাজারী, বাংলাদেশ সুরক্ষা আন্দোলন (বাপসা) এর সহ সমন্বয়ক অধ্যাপক রূপম বড়–য়া, গণঅধিকার ফোরাম এর সহকারী মহাসচিব ও ক্যাবের যুগ্ম সম্পাদক মোহাম্মদ জানে আলম, সহকারী মহাসচিব কবি নুরুন্নবী। সুপ্রিয়া মন্ডল (প্রিয়াংকা) ও শিশু শ্রাবন্তী চৌধুরী মানববন্ধনে সিআরবি রক্ষায় কবিতা পাঠ করে শুনান। মানববন্ধন শেষে সিআরবি রক্ষায় জনগণের মাঝে নগরীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি