সাফের শিরোপায় চোখ মারিয়া-আঁখিদের

13

 

মাঠে তাদের পা যতটা চতুর, মাঠের বাইরে মুখ ততটা নয়। সবুজ ঘাসে ফুটবল নিয়ে যতটা নিঁখুত কারুকাজ জানেন, সংবাদ মাধ্যমে কথা বলার বেলায় তার উল্টো। লাজুকতা এতটাই গ্রাস করে যে, মাঝেমধ্যে একটা বলতে গিয়ে আরেকটি বলে হাসির উপাদান যোগান। তারা দুইজন নারী ফুটবলার মারিয়া মান্ডা ও আঁখি খাতুন। বৃহস্পতিবার তারা মিডিয়ার সামনে বসেছিলেন দুই দিন পর শুরু হতে যাওয়া সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি ও সম্ভাবনা নিয়ে কথা বলার জন্য। কিন্তু ঐ যে, গুছিয়ে কথা বলতে পারেন না। তবে মাঠে যে তারা ভালো খেলে মানুষকে আনন্দ দেবেন এবং শিরোপা জিততে নিজেদের সবটুকু উজার করে দেবেন সেটা বলেছেন অধিনায়ক মারিয়া মান্ডা ও সহ অধিনায়ক আঁখি খাতুন। দুইজনের বক্তব্যের সারকথা- শিরোপায় চোখ রেখে খেলবে তারা। বাফুফে ভবনে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছেন ফিফা কাউন্সিল মেম্বার ও বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ। শনিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হবে পাঁচ দেশের এই টুর্নামেন্ট। প্রথম দিন সন্ধ্যা ৭টায় বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে।