সরফভাটা স্কুলের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

49

চট্টগ্রামের কর কমিশনার কথা সাহিত্যিক বাদল সৈয়দ বলেছেন, সফল মানুষ মানে ভাল মানুষ নয়, ডাকাতরাও ডাকাতি করে সফল হয়। সফল মানুষ নয়, একজন ভাল মানুষ হতে হবে। রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন আস্থা অবিচল’র উদ্যোগে বইয়ের প্রকাশনা উৎসব, বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক চট্টগ্রাম মঞ্চ পত্রিকার সম্পাদক সৈয়দ উমর ফারুক বলেছেন, “সত্যিকার অর্থে একজন মানবিক উদার মনষ্ক মানুষ হতে হবে। ফেসবুকে এখন ভুয়া খবর ছড়ায়, ভুয়া খবরের বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে।”
গতকাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা পরিষদ সভাপতি নিজাম উদ্দিন বাদশা। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী, নবনির্বাচিত খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম, কবি ও শিক্ষক আব্দুর রউফ। সেলিম জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া কলেজের অধ্যক্ষ আবু ইউসুফ, জাতীয় কবি পরিষদ সম্পাদক কবি মনজিল মুরাদ লাভলু, মুুজিবুল ইসলাম সরফী, কবিয়াল আবদুল লতিফ, সাংবাদিক আকাশ আহমেদ, মাসুদ নাসির প্রমুখ।