সরকার দেশকে প্রযুক্তিনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছে : ভূমিমন্ত্রী

8

 

ভ‚মিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, জাতির পিতার বাংলাদেশকে একটি তথ্যপ্রযুক্তি নির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছে জননেত্রী শেখ হাসিনার সরকার। সারা বিশ্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ন্যায় দারিদ্র্য বিমোচনসহ কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, মানবসম্পদ উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে বাংলাদেশ উন্নতি সাধন করেছে। সর্বোপরি বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করতে পেরেছে আওয়ামী লীগ সরকার।
চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতীলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ ১৯ মে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা তাঁতী লীগের নবনির্বাচিত সভাপতি মমতাজ উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী। মতবিনিময়কালে ভ‚মিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মন্ত্রী তাঁতী লীগ নেতাদের উদ্দেশ্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর তাঁতী লীগ গঠনের যে দর্শন, সেটা ধারণ করে এগিয়ে যেতে হবে। আধুনিক বস্ত্রশিল্প নিয়ে যেমন তাঁতী লীগ কাজ করবে, তেমনি দেশিয় তাঁতশিল্প কিভাবে জনপ্রিয় করা যায়, সেটাও দেখতে হবে। বিজ্ঞপ্তি