সমাজসেবা কর্মকর্তার এতিমখানা পরিদর্শন

2

 

চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম বলেছেন, সুস্থ পরিবেশে সুশিক্ষা প্রদানের মাধ্যমে এতিম নিবাসীদের আত্মনির্ভরশীল সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। একসময় এতিমদের আত্মীয়-স্বজন ও সমাজের বোঝা মনে করা হতো। বর্তমানে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা ও দাতব্য প্রতিষ্ঠান এতিমদের সুশিক্ষা, কারিগরি প্রশিক্ষণ প্রদান করে তাদের স্বাবলম্বী হতে সহযোগিতা দিয়ে যাচ্ছে। ফলে তারা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি জাতীয় অর্থনৈতিক কর্মকান্ডে অবদান রাখতে সক্ষম হচ্ছে। তিনি বলেন, সরকার এই শিশুদের জাতীয় জীবনের মূল ধারায় সম্পৃক্ত করে প্রযুক্তি নির্ভর সাধারণ শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাÐ ও খেলাধুলার মাধ্যমে প্রশিক্ষণার্থীদের দৈহিক ও মানসিক উৎকর্ষ সাধনেও বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। ২৭ আগস্ট সাতকানিয়ার শাহ মজিদিয়া রশিদিয়া এতিমখানা পরিদর্শন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শাহ মজিদিয়া রশিদিয়া এতিমখানা পরিচালনা কমিটির সহ-সভাপতি অধ্যাপক শাব্বির আহমদের সভাপতিত্বে ও তত্ত্বাবধায়ক অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আলম ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রিজওয়ান উদ্দিন, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট বজলুর রশিদ মিন্টু, গারাংগিয়া ইসলামিয়া রব্বানী মহিলা ফাযিল মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি এআরএম মহিউদ্দিন রাশেদ, এটিএম রশিদ উদ্দিন ছিদ্দিকী শাহীন, এতিমখানা পরিচালনা পর্ষদের সদস্য মাওলানা সিরাজুল ইসলাম, অধ্যাপক সৈয়দ মোক্তার আহমদ, ব্যাংকার ওসমান মোহাম্মদ, একরামুল হক, সাহেব আলী মোহাম্মদ আইয়ুব আলী, মাওলানা মোশাররফ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি