সবাই লিভারপুলের পতন চায় : ফন ডাইক

15

লিগ চ্যাম্পিয়নের বেশে নতুন মৌসুমের শুরুটা ভালোই হয়েছিল। তবে গত দুই ম্যাচের পারফরম্যান্সে হঠাৎ করেই যেন পথ হারানো এক দল মনে হচ্ছে লিভারপুলকে। সবশেষ অ্যাস্টন ভিলার মাঠে বিধ্বস্ত হওয়ার পর সময়টা তাদের জন্য খুব ‘চ্যালেঞ্জিং’ বলে জানালেন দলটির ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। কারণ, তারা শীর্ষে আছে আর এজন্য সবাই তাদের পতন দেখতে চায় বলে অভিমত তার।
প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখার অভিযানে প্রথম তিন রাউন্ড জয়ের পর গত বৃহস্পতিবার লিগ কাপের চতুর্থ রাউন্ডে আর্সেনালের বিপক্ষে টাইব্রেকারে হেরে যায় লিভারপুল। এর তিন দিন পর লিগে গত আসরে শেষ দিনে অবনমন এড়ানো অ্যাস্টনের বিপক্ষে ৭-২ গোলে হেরে বসে ইয়ুর্গেন ক্লপের দল। অবিশ্বাস্য ওই হারের পর দলের অনেকগুলো সুযোগ নষ্টের সমালোচনা করেন ক্লপ। প্রকাশ করেছিলেন তীব্র হতাশা। তিন দশকের অপেক্ষা শেষে গত মৌসুমে ইংল্যান্ডে শীর্ষ ফুটবল লিগে লিভারপুলের শিরোপা জয়ে মুখ্য ভূমিকা রাখা ফন ডাইকের কণ্ঠেও ফুটে উঠল হতাশা। তবে ‘নো প্যাশন নো পয়েন্ট’ পডকাস্টে র্বুমানের চ্যালেঞ্জ জিতে ঘুরে দাঁড়ানোর আশার কথা শোনালেন নেদারল্যান্ডসের এই সেন্টার-ব্যাক।