সন্দ্বীপের কোন রাস্তা কাঁচা থাকবে না–এমপি মিতা

26

সন্দ্বীপ প্রতিনিধি
সন্দ্বীপ থেকে নির্বাচিত সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা বলেন, বঙ্গবন্ধুর তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ‘গ্রাম হবে শহর’। উত্তর সন্তোষপুর গ্রাম উন্নয়নের দিক থেকে দীর্ঘদিন ছিল অবহেলিত। আজ এখানে রাস্তা-ঘাটের উন্নয়ন হচ্ছে, বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতায় থাকলে আরো উন্নয়ন হবে। তিনি বলেন,”করোনার ধাক্কায় ও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে সারা বিশ্বে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধির লাগাম টেনে ধরতে জননেত্রী শেখ হাসিনা ভুর্তুকি দিচ্ছেন, ন্যায্যমূল্যে খোলা বাজারে পন্য বিক্রীর ব্যবস্থা করেছেন, সামাজিক সুরক্ষা খাতে সুবিধাভোগীর সংখ্যা বৃদ্ধি করেছেন। বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় যেতে চায় কিন্তু তাদের প্রধানমন্ত্রী কে হবেন তা বলতে পারছে না”। তিনি আরো বলেন, সন্দ্বীপের কোন রাস্তা কাঁচা থাকবে না,পর্যায়ক্রমে সকল রাস্তা পাকা করা হবে। এক কোটি টাকা ব্যয়ে সন্দ্বীপ উপজেলার সন্তোষপুরে দু’টি এইচবিবি রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ অভিমত ব্যক্ত করেন। বুধবার বিকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্বাবধানে সন্তোষপুরে উন্নয়নকৃত দুটি রাস্তা ফলক উন্মোচনের মাধ্যমে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এ ইউনিয়নের গনু মাঝি সড়কে এক কিলোমিটার ও হাজীর হাট সড়কে ৫০০ মিটার রাস্তা এইচবিবি’র মাধ্যমে উন্নয়ন কাজ  সম্পন্ন হওয়ায় আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে বুধবার বিকালে সন্তোষপুর ৩নং ওয়ার্ডের সাধারন জনগনের উদ্যোগে স্থানীয় হাজির হাটে আয়োজিত এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সন্তোষপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন জাফর। আওয়ামীলীগ নেতা আনোয়ার আশরাফের উপস্থাপনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাঈন উদ্দিন মিশন, সন্দ্বীপ পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইসমাইল,মাস্টার নুর ছাপা, মাস্টার দেলোয়ার হোসেন, সমাজকর্মী  আনোয়ার আবসার, ইউপি মেম্বার ইমরুল কায়েস। সভায় বক্তারা এ দুটি রাস্তা উন্নয়নের ফলে এলাকার মানুষের চলাচলে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে মতামত প্রকাশ করেন। এর আগে সংসদ সদস্য মিতা মাস্টার আনোয়ার হোসেন স্মৃতি সংসদ ভবনের নির্মান কাজের উদ্বোধন করেন।