আগামীকাল শুরু তির্যকের নাট্যায়োজন ‘নাট্যভাষা বাংলা আমার’

9

পূর্বদেশ অনলাইন
মহান ২১শে ফেব্রুয়ারির চেতনাকে ধারণ করে তির্যক নাট্যদল আগামীকাল ২১ থেকে ২৩ ফেব্রুয়ারি তিনদিন ব্যাপী ‘নাট্যভাষা বাংলা আমার’ শিরোনামে অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে। চট্টগ্রামের কেন্দ্রীয় শেহীদ মিনার সংলগ্ন থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি)-তে অনুষ্ঠিতব্য এই আয়োজনে থাকবে- একুশের কথামালা, নাট্যভাবনা আদান-প্রদান, নৃত্য, গান, আবৃত্তি ও নাটক। এবারে ভাষা দিবসের ৭২তম বার্ষিকীতে তির্যক নাট্যদলের ‘নাট্যভাষা বাংলা আমার’ শীর্ষক ১৭তম আয়োজনের প্রতিপাদ্য বিষয় – দর্শক, নাট্য ও সংস্কৃতিকর্মী সম্মিলনে নাট্য-ভাবনা বিনিময়। ২১ ফেব্রুয়ারি সন্ধ্যে ছ’টায় এই নাট্যায়োজন উদ্বোধন করবেন বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ড. অনুপম সেন। মহান মুক্তিযুদ্ধের ফসল আমাদের মঞ্চনাটক। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের ‘তির্যক নাট্যদল’ প্রতিষ্ঠার ৪৯ বছর অতিক্রম করেছে। এই দীর্ঘ পথ পরিক্রমায় দেশ ও দেশের গন্ডি পেরিয়ে চর্চা ও সৃজনের মাধ্যমে এ ক্ষেত্রটিকে সৃষ্টিশীলতায় পূর্ণ করবার কাজে তির্যক নিয়োজিত রয়েছে। এ পর্যন্ত তির্যক নাট্যদল ৪৪টি নাটকের ২,৮২০ টি প্রদর্শনী সম্পন্ন করেছে। ২১ ফেব্রুয়ারি ও ২৩ ফেব্রুয়ারি শুক্রবার প্রতিদিন সন্ধ্যে সাতটায় তির্যক নাট্যদল পরিবেশনা আহমেদ ইকবাল হায়দার পরিকল্পিত ও নির্দেশিত রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাটক ‘বিসর্জন’ মঞ্চায়িত হবে। উল্লেখ্য, ইতোপূর্বে ‘বিসর্জন’ নাটকের ২৭৯তম মঞ্চায়ন সম্পন্ন হয়েছে। নাটকের অগ্রিম টিকেট টিআইসি হল কাউন্টারে পাওয়া যাচ্ছে। ২২ ফেব্রুয়ারি বিকেল ৫টা থেকে একুশের কথামালা, নাট্যভাবনা আদান-প্রদান, নৃত্য, গান ও আবৃত্তি। পরিবেশনায়: অভ্যুদয় সংগীত অঙ্গন, ওডিশি এন্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, সৃজামী সাংস্কৃতিক অঙ্গন, রাশেদ হাসান, মিলি চৌধুরী, স্কুল অব ওরিয়েন্টাল ডান্স, ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদ, প্রাপন একাডেমি ও তির্যক নাট্যদল।