সন্দ্বীপকে অপরাধমুক্ত করতে বিশেষ অভিযান

16

সন্দ্বীপ প্রতিনিধি:
‘সন্দ্বীপে চুরি সহ সকল অপরাধ নির্মূলে বিশেষ অভিযান শুরু করা হবে’ মঙ্গলবার দুপুরে সন্দ্বীপ থানায় অনুষ্ঠিত ওপেন হাউস ডে সভায় এমন অভিমত ব্যক্ত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্য্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত সরকার। তিনি বলেন, বুধবার থেকে সন্দ্বীপে মাস ব্যাপি অভিযান চলবে। চট্টগ্রাম থেকে আরো ফোর্স এনে মোতায়েন করা হবে। এক সপ্তাহের মধ্যে সন্দ্বীপ অপরাধ মুক্ত হবে। এ সময় সবাইকে তিনি পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান। সন্দ্বীপে হঠাৎ চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় সন্দ্বীপ থানা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভায় সন্দ্বীপের বিভিন্ন পেশা ও শ্রেনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.বি.এম নাইহানুল বারী, পৌরসভা মেয়র মোক্তাদের মাওলা সেলিম, সন্দ্বীপ প্রেসক্লাব সভাপতি রহিম মোহাম্মদ, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুল ইসলাম, সন্দ্বীপ প্রেস ক্লাব সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস কামাল বাবু, সহ-সম্পাদক ইসমাইল হোসেন মনি, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাইফ রাব্বী, দপ্তর সম্পাদক আলী হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সীমান্ত, বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আরো অনেকে। মতবিনিময় সভায় বক্তারা সন্দ্বীপে আইনশৃঙ্খলা সমস্যার নানা বিষয় তুলে ধরেন।