‘সন্তানের জীবনে বাবার অবদান অনস্বীকার্য’

18

দেশচিন্তার আয়োজনে আলোকিত বাবা সম্মাননা নগরীর জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। নাট্যজন ও সাংবাদিক সজল চৌধুরীর সভাপতিত্বে এতে উদ্বোধক ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চসিক কাউন্সিলর মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম, সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবয়ের, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট বাসন্তী প্রভা পালিত, লায়ন এ কে জাহেদ চৌধুরী, বঙ্গবন্ধু মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক জীবন আরা বেগম। আলোকিত বাবারা হলেন মাস্টার আব্দুল মাবুদ (সাতকানিয়া), মরহুম হাজী ছালেহ আহমদ খলীফা (পটিয়া), আব্দুল গোফরান (নোয়াখালী), মরহুম খোরশেদুল হক চৌধুরী (ফটিকছড়ি), মরহুম শামশুল আলম (পটিয়া), পÐিত নিরোধ বরণ (পটিয়া)। দেশচিন্তা সম্পাদক ইমরান সোহেলের তত্বাবধানে ও ললিতকলা একাডেমির পরিচালক সুপর্ণা মুৎসুদ্দির সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলোকচিত্রী ওচমান জাহাঙ্গীর, ডা. লায়ন বরুণ কুমার আচার্য্য, আসিফ ইকবাল, কবি বিবি ফাতেমা, জামাল, বিবি আয়েশা, জাফর প্রমুখ।
এতে বক্তারা বলেন, পৃথিবীতে মা-বাবা হলেন সন্তানের প্রাণ। তাদের অবদান না থাকলে কখনোই সন্তানের ভবিষ্যৎ ভালো হত না। বিজ্ঞপ্তি