সংবাদপত্রের স্টিকারযুক্ত মাইক্রোবাসে এক কোটি ৭০ লক্ষ টাকার স্বর্ণ

27

সীতাকুন্ড প্রতিনিধি

সীতাকুন্ডে পুলিশের বিশেষ অভিযানে এক কোটি সত্তর লক্ষ টাকার স্বর্ণের বারসহ চোরা চালানকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ৯টার সময় সীতাকুন্ড বাস স্টপিজ এলাকায় যানজট নিরসনে ডিউটিকালীন সন্দেহাতীত গাড়ির গতিরোধ করে এসব স্বর্ণের বারসহ ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন আনোয়ারা থানার চাতরী ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ পালপাড়া এলাকার সুনীল পালের পুত্র বাসু পাল প্রকাশ সুমন (৩৫) ও বাঁশখালী থানার কালীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ পালপাড়া এলাকার মৃত শশাংক পালের পুত্র রতন পাল (৬০)। তারা দুজনেই বর্তমানে নগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটার নজুমিয়া লেনের বাসিন্দা।
স্বর্ণের বারসহ দুইজনকে আটকের বিষয়ে সীতাকুন্ড মডেল থানার এসআই পাপেল রায় জানান, ‘সকালে মহাসড়কে আমি সঙ্গীয় ফোর্সসহ ডিউটি করা অবস্থায় ঢাকামুখী একটি সংবাদপত্রের স্টিকারযুক্ত মাইক্রোবাসকে গতি নিয়ন্ত্রণ করতে বলি। এরপর মাইক্রোবাসে থাকা দুই যাত্রীকে দেহ তল্লাশি করলে তাদের জুতার সোল্ডে বিশেষ কায়দায় রক্ষিত এক জুতায় ৫ পিস করে দুইজনের চার জুতায় ২০ পিস স্বর্ণের বার উদ্ধার করে থানায় নিয়ে আসি। ২০টি স্বর্ণের বারের ওজন ২৩৩২.১১ গ্রাম। যার আনুমানিক মূল্য এক কোটি সত্তর লক্ষ টাকা।’
সীতাকুন্ড মডেল থানার ওসি তোফায়েল আহম্মদ বলেন, ২০টি স্বর্ণের বারসহ দুই আসামিকে আটক পরবর্তী মামলা দায়ের করা হয়েছে। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘসময় ধরে স্বর্ণ চোরাচালান ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেন। বৃহস্পতিবার পুলিশি স্কট দিয়ে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।