শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

3

টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের পর এবার বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজে। সিলেট টেস্টে ন্যুনতম লড়াইটাও করতে পারেনি বাংলাদেশ। ৩২৮ রানের ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। দলের ব্যাটাররা ব্যাট হাতে ছিলেন ছন্নছাড়া, কেউই বড় স্কোর করতে পারেননি। দ্বিতীয় টেস্টে আগামীকাল (৩০ মার্চ) রোববার চট্টগ্রামে মাঠে নামবে টাইগাররা। আর এই টেস্ট দিয়ে ৫ মাস পর জাতীয় দলে ফিরছেন সাকিব আল হাসান।
সিলেটে হার নিয়ে সাকিব বলেন, ‘আশা তো সবসময় করি যেন জিতি। টেস্ট ক্রিকেটে আমরা সবসময় স্ট্রাগল করি। আমাদের জন্য কঠিন। কিন্তু আমি বিশ্বাস করি যে শ্রীলঙ্কার সাথে আমাদের অনেক ভালো করা উচিত এবং টেস্ট ম্যাচ জেতা উচিত।’
আগামী ৩০ মার্চ চট্টগ্রামের যহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলবেন সাকিব। গত বছর এপ্রিলের পর প্রথমবারের মতো টেস্ট খেলবেন তিনি।