শিশু ও নারী উন্নয়নে তথ্য অফিসের সচেতনতামূলক ওরিয়েন্টেশন

16

লামা প্রতিনিধি

শিশু ও নারী উন্নয়নে এক সচেতনতা মূলক ওরিয়েন্টেশন কর্মশালা বুধবার দুপুরে বান্দরবানের লামা পৌরসভা এলাকার মধুঝিরিস্থ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। তথ্য অফিসের আয়োজনে ‘যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধন’ শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রাণী দাশ আলোচক ছিলেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএম ইমতিয়াজ, ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার একাডেমিক প্রধান তমিজ উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প ব্যবস্থাপক রেজাউল হক, সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন ও এম বশিরুল আলম। সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন। ওরিয়েন্টেশন কর্মশালায় বক্তারা সাম্প্রদায়িকতা, গুজব, অপপ্রচার, প্রতিহিংসার রাজনীতি, করোনা ভাইরাস সংক্রমণ রোধ ও টিকা গ্রহণ, নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ, জন্ম নিবন্ধন, যৌতুক, বাল্য বিবাহ, মাদক, জঙ্গিবাদ প্রতিরোধ, মৃত্যু নিবন্ধন, নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচী, মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য এবং শিশুর যথাযথ বিকাশ, স্যানিটেশন, পরিবেশ সুরক্ষা ও দূর্যোগকালীন নারী ও শিশুর সচেতনতা, শিশুর পানিতে ডুবা প্রতিরোধ, শিক্ষা ও পরিস্কার পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ, প্রজনন স্বাস্থ্য, মা ও শিশুর স্বাস্থ্যসহ জনসংখ্যা, প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ ও প্রতিকার, নিরাপদ সড়ক বিষয়ের ওপর সচেতনতামূলক বিস্তারিত তুলে ধরেন। ইউনিয়ন পরিষদ সদস্য, শিক্ষক, উন্নয়ন বোর্ডের পাড়া কর্মী ও সাংবাদিকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ কর্মশালায় অংশ গ্রহন করেন।