শারাপোভার নাম প্রত্যাহার

16

কাঁধের চোটের কারণে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন মারিয়া শারাপোভা। ৩২ বছর বয়সী রুশ সেনসেশনকে কোর্টে দেখা যায়নি জানুয়ারির পর থেকে। ফেব্রুয়ারিতে একটা ছোট অস্ত্রোপাচারও করতে হয়েছে তার শরীরে। এরপর ফ্রেঞ্চ ওপেনে ফেরার ইচ্ছে থাকলেও কাঁধের চোটের কারণে দর্শক হয়ে থাকতে হচ্ছে নারী এককের এই ৩৫ নাম্বার বাছাইকে। তবে নাম প্রত্যাহারের যন্ত্রণাটা ছুঁয়ে গেছে দুইবারের ফ্রেঞ্চ ওপেন জয়ী শারাপোভাকে, ‘মাঝেমধ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়া খুব সহজ নয়।’
২০১২ ও ২০১৪ সালে ফ্রেঞ্চ ওপেন জিতেছেন পাঁচটি গ্র্যান্ড স্ল্যামের মালিক শারাপোভা। গত বছর অবশ্য ফ্রেঞ্চ ওপেনে তার বিদায় হয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকে। তৃতীয় বাছাই গ্যাব্রিন মুগুরুজার বিপক্ষে ৬-২ ও ৬-১ গেমে হেরেছিলেন তিনি। রোঁলা গ্যাঁরোর লড়াইয়ের আগে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে রোম মাস্টার্স। ফ্রেঞ্চ ওপেন শুরু হবে ২৬ মে। পর্দা নামবে ০৯ জুন।