শহীদ জননী জাহানারা ইমামের স্মরণসভা

19

শহীদ জননী জাহানারা ইমামের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলার উদ্যোগে গত ২৬ জুন বিকেলে নগরীর মোমিন রোডস্থ চট্টলবন্ধু এস এম জামাল উদ্দিন মিলনায়তনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর চেতনার ধারাবাহিকতায় শহীদ জননীর আন্দোলনের প্রাসঙ্গিকতা ও বর্তমান বাস্তবতা’ শীর্ষক স্মরণসভায় বক্তারা বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনার ধারাবাহিকতায় শহীদ জননী জাহানারা ইমাম বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার এর প্রয়োজনীয়তা জনমনে গেঁথে দিতে সমর্থ হয়েছিলেন। বাঙালির যেকোনো সংকটে মুক্তিযুদ্ধের চেতনার আলো পথরেখার ভূমিকা পালন করে।’
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সংগঠনের সাবেক সহ-সভাপতি মফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন সংগঠনের ৮ম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব লেখক-সাংবাদিক শওকত বাঙালি।
জেলা সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদারের সভাপতিত্বে ও কার্যকরি সাধারণ সম্পাদক মো. অলিদ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. বিদ্যুৎ বড়–য়া, সংগঠনের জেলা সহ-সভাপতি আওয়ামী লীগ নেতা দীপঙ্কর চৌধুরী কাজল, মুহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদক শ্রমিকনেত্রী রুবা আহসান, সংগঠনের সাধারণ সম্পাদক প্রফেসর রেখা আলম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক এ.কে.এম জাবেদুল আলম সুমন, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সহ-সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য। আলোচনায় অংশ নেন সংগঠনের জেলা সহ-সাংগঠনিক সম্পাদক সুমন চৌধুরী, মিথুন মল্লিক, অ্যাডভোকেট মো. সাহাব উদ্দিন, অসিত বরণ বিশ^াস, সহ মহিলা বিষয়ক সম্পাদক সূচিত্রা গুহ টুম্পা, সহ-প্রচার ও গণমাধ্যম সম্পাদক রুবেল চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক রাজীব চৌধুরী, সংগঠনের বাঁশখালী থানা কমিটির যুগ্ম-আহŸায়ক সাদ্দাম হোসাইন সায়েম ও সদস্য সচিব আজমীরুল ইসলাম, জেলা কার্যনির্বাহী সদস্য নাছিমা আকতার, আয়শা ছিদ্দিকা, রুনা মোস্তাক, মুক্তা আহমেদ, তানিয়া কামাল, জয়া সিংহ, রুজিনা আক্তার, রিয়া, রিনা, রোকসানা পারভীন রুবা, সেলিনা, শারমিন প্রমুখ। বিজ্ঞপ্তি