শরিফুলকে আইসিসির তিরস্কার

8

 

আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় শাস্তি পেয়েছেন শরিফুল ইসলাম। আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে বাঁহাতি এই পেসারকে। সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টিতে সফরকারীদের ইনিংসের ১৮তম ওভারের ঘটনা। শরিফুলকে উড়িয়ে মেরে ক্যাচ দেন মার্শ। ফিল্ডার ক্যাচ মুঠোয় জমানোর পর ব্যাটসম্যানের খুব কাছে গিয়ে চিৎকার করে উইকেট উদযাপন করেন বোলার। যেটা মার্শকে আগ্রাসী প্রতিক্রিয়া দেখানোর মতো প্ররোচিত করতে পারত। শরিফুলের বিরুদ্ধে অভিযোগ আনেন ম্যাচের চার আম্পায়ার। ম্যাচ রেফারি নিয়ামুর রশিদের দেওয়া শাস্তি তরুণ পেসার মেনে নেওয়ায় কোনো শুনানির প্রয়োজন পড়েনি। এই প্রথম শরিফুলের নামের পাশে যুক্ত হলো ডিমেরিট পয়েন্ট, যা বহাল থাকবে আগামী ২৪ মাস।