লোহাগাড়া-চকরিয়া সড়কে ঝরে গেল দুই প্রাণ

53

লোহাগাড়া ও চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় ২টি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোর ৩টায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. ইয়াছিন আরফাত। নিহত চালক মো. সিরাজ (৩৫) কক্সবাজারের প্রেমখালী এলাকার মঞ্জুর রহমানের পুত্র।
দোহাজারী হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ঘটনাস্থলে উভয়মুখী ২টি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কক্সবাজারমুখী কাভার্ড ভ্যানের চালক সিরাজ ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেন। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যান ২টি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।
অপরদিকে চকরিয়ায় ইটবাহী পিকআপের ধাক্কায় মো. হোছাইন (২৬) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় সিএনজি অটোরিকশার আরও তিন যাত্রী আহত হন। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে চিরিঙ্গা-বদরখালী সড়কের লালব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. হোছাইন উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ছয়কুড়িটিক্কা এলাকার মনজুর আলমের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার দুপুরে চকরিয়া থেকে একটি ইটবাহী দ্রæতগামী পিকআপ চিরিঙ্গা-বদরখালী সড়কের লালব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার যাত্রী মো. হোছাইন (২৬) নিহত হন। এসময় ওই গাড়ির আরো তিন যাত্রী আহত হন। তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাতামুহুরী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) চিরঞ্জীব দাশ বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত জব্দ করে থানায় নিয়ে আসে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, চিরিংগা বদরখালী সড়কে পিকআপের ধাক্কায় নিহত সিএনজি যাত্রী মো. হোছাইনের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।