লিটনের মুখে নিজেদের ব্যাটিং ব্যর্থতার কথা

29

ভালো শুরুর পরও যথারীতি ব্যাটিং বিপর্যয়। ওয়েলিংটনে বিনা উইকেটে ৭৫ পার হওয়ার পর ২১১ রানে অলআউট বাংলাদেশ। এমন বিপর্যয়ময় দিন শেষে নিজেদের ব্যর্থতার কথা ফুটে উঠলো ডানহাতি ব্যাটস্যামন লিটন কুমার দাসের মুখে।
বৃষ্টির পেটে দুইদিন যাওয়ার পর তৃতীয় দিন মাঠে গড়ায় ওয়েলিংটন টেস্ট। টসে হেরে ব্যাট করতে নেমে ভালো শুরুর পরও ২১১ রানে থেমে যায় সফরকারীদের ইনিংস। বিপরীতে ব্যাট করতে নেমে ২ উইকেটে ৩৮ রানে দিন শেষ করে নিউজিল্যান্ড।
ম্যাচ শেষে অকপটে লিটন জানালেন ওয়াগনারের শর্ট বলে নিজেদের অসহায় ব্যর্থতার কথা। তিনি বলেন, ‘নতুন বলে আমরা যেমন জানি সুইং করবে, এরপরও আমরা অনেক সময় মারতে গিয়ে আউট হয়ে যাই। তেমনি আমরা জানি সে শর্ট বল করবে। কিন্তু সে বলটা এমন জায়গায় রাখে, কিছু করার থাকে না।’
পাশাপাশি ব্যাটসম্যানরা আরেকটু মনোযোগী ভালো করা সম্ভব হবে বলে জানালেন লিটন।