লংগদুতে স্পিডবোট দুর্ঘটনায় একজনের মৃত্যু, আহত ২

11

লংগদু প্রতিনিধি

রাঙামাটির লংগদুতে নৌ-পথে স্পিডবোট উল্টে মমতা বেগম (৩৫) নামে একজন নারী নিহত হয়েছেন। তার বাড়ি উপজেলার সোনাইছড়ি ৫নং এলাকায়। এসময় গুরুতর আহত অস্থায় আরো দু’জনকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে স্পিডবোডটি দুইজন শিশু ও চালকসহ মোট ১৩ জন যাত্রী নিয়ে উপজেলার মাইনীমুখ বাজার ঘাট থেকে রাঙামাটির উদ্দেশ্যে রওনা করে। লংগদু উপজেলার মধুয়াছড়া এলাকায় পৌঁছলে ঘাটে ভেড়ানো একটি ইঞ্জিনচালিত নৌকার সাথে সজোরে ধাক্কা লেগে ঘটনাস্থলেই স্পিডবোডটি উল্টে গিয়ে দুমড়েমুচড়ে ডুবে যায়। এসময় মমতা বেগম নিখোঁজ হন। গুরুতর আহত হন সালমান (৮) নামে এক শিশু ও কবির হোসেন (৬০)। শিশুটির বাড়ি উপজেলার কালাপাকুজ্জা এলাকায় এবং অপরজনের বাড়ি গোলশাখালীতে। স্পিডবোটে থাকা আরো সাতজন যাত্রী থাকলেও তারা রক্ষা পেয়েছেন।
ঘটনার সাথে সাথে নদীতে জাল ফেলে মমতা বেগমকে উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান ও লংগদু থানা পুলিশসহ স্থানীয়রা লাশ উদ্ধারের কাজে অংশ নেয়।