র‌্যাঙ্কিংয়ে আগের অবস্থানেই ব্রাজিল-আর্জেন্টিনা

19

দীর্ঘ পাঁচ মাস পর ঘোষণা করা আন্তর্জাতিক ফুটবলের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই সবার ওপরে আছে বেলজিয়াম। পরিবর্তন নেই পরের তিনটি স্থানেও। যথাক্রমে আছে, ২০১৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্স, রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। কোভিড-১৯ মহামারীতে বিশ্বব্যাপী ফুটবল স্থগিত হয়ে যাওয়ার পাঁচ মাস পর বৃহস্পতিবার প্রথম র‌্যাঙ্কিং ঘোষণা করল বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা। উয়েফা নেশন্স লিগের শিরোপা ধরে রাখার অভিযানে দুর্দান্ত শুরু করার পুরস্কার পেয়েছে পর্তুগাল। টানা দুই জয়ে দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠেছে প্রতিযোগিতাটির অভিষেক আসরের চ্যাম্পিয়নরা। এক ধাপ নেমে ছয়ে আছে উরুগুয়ে। এক ধাপ এগিয়ে সাতে স্পেন। দুই ধাপ নেমে আট নম্বরে আছে ক্রোয়েশিয়া। আর্জেন্টিনা ও কলম্বিয়ার কোনো পরিবর্তন হয়নি; যথাক্রমে নবম ও দশম স্থানে আছে দেশ দুটি। দীর্ঘদিন ধরেই মাঠের ফুটবলের বাইরে থাকা বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, ১৮৭তম স্থানে আছে তারা।