রেকর্ড জয়ে ফাইনালে নিগার-ফারজানারা

21

এসএ গেমসে দুর্দান্ত সময় পার করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের প্রথম দুই ম্যাচ দুর্দান্তভাবে জিতে তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল মালদ্বীপের। জেতার আশায় খেলতে নেমে জয়ের সাথে বোনাস হিসেবে রেকর্ড নিয়ে মাঠ ছেড়েছে লাল সবুজ জার্সিধারীরা। মালদ্বীপকে মাত্র ৬ রানে অল আউট করে দিয়ে ২৪৯ রানের রেকর্ড জয় তুলে নিয়ে স্বর্ণপদকের মঞ্চে উঠে গেলেন সালমা-নিগার-ফারজানারা। টসে জিতে ব্যাট করতে নেমে দলীয় ১৯ রানেই দুই ওপেনার হারায় বাংলাদেশ। তবে বেশিক্ষণ হাসি ধরে রাখতে পারেনি মালদ্বীপ। নিগার সুলতানা এবং ফারজানা হকের ঝরো ব্যাটিংয়ে বাংলাদেশ সংগ্রহ করে ২ উইকেটের বিনিময়ে ২৫৫ রান। নিগার সুলতানা অপরাজিত থাকেন ৬৫ বলে ১১৩ রানে এবং ফারজানা হক ৫৩ বলে ১১০ রানে। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপের সামনে দাঁড়াতে পারেনি মালদ্বীপের কোনো ব্যাটসম্যানই। ৬ রানেই গুটিয়ে যায় মালদ্বীপের ইনিংস। বাংলাদেশের পক্ষে সালমা খাতুন এবং ঋতু মণি নেন ৩ টি করে উইকেট।
বাংলাদেশ : ২৫৫/২; নিগার সুলতানা ১১৩ (৬৫), ফারজানা হক ১১০ (৫৩); শ্যামা আলী ১/৩৮। মালদ্বীপ : ৬/১০; শ্যামা আলি ২ (১২); ঋতু মণি ৩/১, সালমা খাতুন ৩/২।