রেকর্ডের জন্য খেলি না : রোহিত

35

চলতি বিশ্বকাপে পঞ্চম সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত শর্মা। ভাঙলেন কুমার সাঙ্গাকারা ও রিকি পন্টিংয়ের রেকর্ড। একই বিশ্বকাপে চার সেঞ্চুরি করার রেকর্ড ছিল সাঙ্গাকারার। বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করেই যা ছুঁয়ে ফেলেন ভারতীয় ওপেনার। শনিবার পঞ্চম সেঞ্চুরি করে নতুন রেকর্ডের মালিক রোহিত। বিশ্বকাপে মোট পাঁচটি সেঞ্চুরি রয়েছে রিকি পন্টিংয়ের। যেখানে রোহিতের দু’টি বিশ্বকাপ মিলিয়ে মোট ছ’টি সেঞ্চুরি হয়ে গেল। এখনও বাকি দু’টি ম্যাচ। সেখানে কী পরিকল্পনা ‘হিটম্যান’-এর?
শনিবার ম্যাচ শেষে রোহিত বলেন, ‘রেকর্ড গড়ার জন্য বিশ্বকাপ খেলতে আসিনি। আমার পরিকল্পনা একটাই। ভাল ব্যাট করে শেষ ম্যাচ পর্যন্ত ভারতকে জেতানো। পিচের মাঝে যতক্ষণ থাকি চেষ্টা করি, প্রত্যেকটি শট যেন ঠিক মতো টাইমিং করা যায়। আগের মতো তাড়াহুড়ো করা বন্ধ করে দিয়েছি। আগে প্রচুর ভুল করেছি। সেখান থেকেই শিক্ষা নিয়েছি। ’