রিডার্স স্কুল এন্ড কলেজে সন্ত্রাসবিরোধী সমাবেশ

72

গত ২৩ নভেম্বর নগরীর রিডার্স স্কুল এন্ড কলেজ মাঠে মাদক, সন্ত্রাস, ইভটিজিংয়ের বিরুদ্ধে সমাবেশ ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপ পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুজীববিদ্যা বিভাগের প্রফেসর ড. চৌধুরী মুনিরুল হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মঈনুদ্দীন কাদের লাভলু। নয়ন বড়ুয়া ও পুলক বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (বায়েজিদ জোন) পরিত্রান তালুকদার, বায়েজিদ থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার, দেশ টিভির বিভাগীয় প্রধান আলমগীর সবুজ, সি-প্লাস টিভির চিফ রিপোর্টার খোরশেদুল আলম শামীম, ৩নং পাঁচলাইশ ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মঞ্জুরুল আলম, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সভাপতি লায়ন সেতারা গাফ্ফার, অধ্যক্ষ কে এম মোস্তফা রেজাউল মনির, প্রতিষ্ঠানের পরিচালক লায়ন মো. শফিকুর রহমান চৌধুরী, ব্যাংকার আসিফুল হক চৌধুরী, উপাধ্যক্ষ আব্দুল্লাহ ওমর ফারুক, কেয়ার মহাসচিব অধ্যক্ষ নজরুল ইসলাম খান, কাজী সাইফুল আজম, মো. সেলিম হোসেন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক শৈলীর পরিবেশনা ও বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি