রাঙ্গুনিয়ায় শ্রেষ্ঠ অধ্যক্ষ আহ্ছানুল করিম পীরজাদা

9

 

শিক্ষা মন্ত্রণালয় ঘোষিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ রাঙ্গুনিয়া উপজেলা পর্যায়ে এবারও শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন রাজানগর রাণীর হাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ এম আহ্ছানুল করিম পীরজাদা। এর আগে সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ ইং সালেও তিনি শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছিলেন। এছাড়া ২০১৭ সালে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহে তিনি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন।
এম. আহ্ছানুল করিম পীরজাদা ১৯৬৩ সালে হাটহাজারীর মির্জাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মোহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী ছিলেন সরকারী চাকুরিজীবী, মাতা সৈয়দা নুর-এ- জামান খানম। কর্মজীবনের শুরুতে তিনি ১৯৯৩ সালে রাজানগর রাণীরহাট ডিগ্রি কলেজে ইসলামের ইতিহাস বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০০৮ সালে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রাপ্ত হয়ে উপাধ্যক্ষের পদমর্যাদায় ছাত্র উপদেষ্টা এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি