রাঙ্গুনিয়ায় আওসাফ গণি স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

39

বাবুনি স্পোর্টস এক্সপ্রেস আয়োজিত আওসাফ গণি স্মৃতি ব্যাটমিন্টন টুর্নামেন্টের ৩য় আসরের উদ্বোধন হয়েছে। গতকাল রবিবার রাতে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লক ১১ নম্বর রোড মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে খেলা উদ্বোধন করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ম্যাজিস্টেট আশরাফুল ইসলাম। সংগঠনের উপদেষ্টা, ওয়েল হোল্ডিংস লিমিটেডের পরিচালক (অর্থ) ও খেলার পৃষ্ঠপোষক মো. ওসমান গণি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রাঙ্গুনিয়ার মরিয়ম নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লোকমানুল হক, মরিয়ম নগর ইউনিয়ন আ.লীগের সভাপতি মুজিবুল হক হিরু, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, আব্বাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগ সহসভাপতি মো. পারভেজ হোসেন, রাঙ্গুনিয়া মরিয়ম নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো. ইসমাইল হোসেন, “বাবুনি স্পোর্টস এক্সপ্রেস” এর উপদেষ্টা ও ওয়েল হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম আবুল কাশেম, “বাবুনি স্পোর্টস এক্সপ্রেস” এর চেয়ারম্যান অপু চৌধুরী, কো-চেয়ারম্যান তানভীর হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, আরিফ চৌধুরী, ক্রীড়ানুরাগী রফিকুল আনোয়ার, মারুফ এলাহি প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, যুব সমাজ এখন মাদকে জড়িয়ে পড়ছে। খেলাধুলা যুব সমাজকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে ভাল কাজে জাগ্রত রাখতে হবে।