রাঙামাটি জেলা প্রশাসনের ‘ডিজিটাল হাব’

19

স্থানীয় গণমাধ্যমকর্মীদের (সাংবাদিক) পেশাগত কাজে সহায়তা এবং আউট সোর্সিংয়ের মাধ্যমে বেকারত্ব দূর করতে শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের সুযোগ তৈরি করে দিতে ‘ডিজিটাল হাব’ নামে একটি উন্নত প্রযুক্তির ল্যাব চালু করেছে- রাঙামাটি জেলা প্রশাসন। সোমবার দুপুরে জেলা প্রশাসনের ট্রেজারি ভবনের দ্বিতীয় তলায় ল্যাবটি উদ্বোধন করেছেন- জেলা প্রশাসক একেএম মামমুনুর রশিদ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসকরা উপস্থিত ছিলেন। পরে তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস কনফারেন্সের আয়োজন করেন জেলা প্রশাসক। এ সময় তিনি বলেন, জেলা প্রশাসক বলেন, রাঙামাটিতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা ব্যাপক। তাদের পেশাগত কাজে সহায়তা দিতে এবং জেলার শিক্ষিত বেকার তরুণ-তরুণীদেরকে নিজের পায়ে দাঁড়াতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের সুযোগ তৈরির জন্য উন্নত প্রযুক্তির ল্যাব ‘ডিজিটাল হাব’ স্থাপন করা হয়েছে।