রাঙামাটিতে সিএনজি চালকদের জেলা প্রশাসককে স্মারকলিপি

42

রাঙামাটিতে পুরাতন ও নতুন সিএনজি নিয়ে উত্তেজনা সৃষ্টি, বৈধতা দাবি করে অটোরিকশা চালক- মালিক পক্ষের একটি গ্রুপ জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি দিয়েছে। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেশ কিছু অটোরিকশা চালক- মালিক পক্ষের লোকজন ব্যানার ফেস্টুন হাতে নিয়ে নতুন নাম্বারবিহীন অটোরিকশার বিরুদ্ধে মানববন্ধনে দাঁড়ালে এক পর্যায়ে পুলিশ বাঁধা দেয়। দীর্ঘক্ষণ পুলিশ ও অটোরিকশা চালকদের মধ্যে বাড়াবাড়ি হতে থাকে। পরে আবার স্বল্প সময়ের জন্য মানববন্ধন করে তারা। নতুন নাম্বারবিহীন অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে ভুক্তভোগি অটোরিকশা চালক ও মালিক পক্ষের নেতৃত্ব দেন মো. আবুল কালাম, মো. হেলাল হোসেন সুমন ড্রাইভার, মো. নজরুল ইসলাম, মো. কামাল হোসেন ও মো. আবু তাহেরসহ আরো অনেকে। জেলা প্রশাসককে দেওয়া স্মারকলিপিতে তারা অভিযোগ এনে তারা বলেন,আমাদের দাবি অবৈধ নাম্বারবিহীন ও রোড পারমিটবিহীন নতুন সিএনজি চলাচল বন্ধ করতে হবে। সকল চালকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ও পর্যটন শহর রাঙামাটিকে যানজটমুক্ত করতে হবে। জেলা প্রশাসক বলেন, অটোরিকশা চালক ও মালিক পক্ষ একটি স্মারকলিপি দিয়েছে। আমি সেটি গ্রহণ করেছি। পরবর্তীতে তা ব্যবস্থা গ্রহণ করবো। কোতোয়ালী থানার ওসি তদন্ত মো. নূর বলেন, প্রশাসনের অনুমতি ছাড়া তারা ব্যানার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যানজট সৃষ্টি করেছে। যার কারণে পুলিশ মানববন্ধনে বাঁধা দিয়েছে। আইনে স্পষ্ট বলা আছে মিছিল মিটিং সভা সমাবেশ ও মানববন্ধন করার পূর্বেই প্রশাসনের অনুমতি নিতে হয়। কিন্তু তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে মানববন্ধনের ডাকা দেয়।