রাঙামাটিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে গেছে বাড়ি

12

রাঙামাটিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে গেছে এক বসতবাড়ি। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে শহরের রিজার্ভবাজার এলাকার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান অফিস সংলগ্ন মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
প্রত্যক্ষদর্শিরা জানান, ঘটনার সময় বাড়িতে ছিলেন শুধু বৃদ্ধ গৃহকত্রী। তিনি লাকড়ির চুলায় আগুন জ্বালিয়ে বাইরে শৌচাগারে যান। সে সময় চুলার পাশে থাকা গ্যাসের সিলিন্ডারে আগুন ধরে তা বিস্ফোরণ ঘটে। এতে আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসকর্মীরা উপস্থিত হলেও পানির সংকটে আগুন নেভাতে পারেননি তারা। ফলে পুরো বাড়িটি পুড়ে গেছে। ঘণ্টাব্যাপী জ্বলা আগুনে বাড়িটির ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৩০ লাখ টাকা।
রাঙামাটি ফায়ার সার্ভিস স্টেশনে কর্তব্যরত উদয়ন চাকমা জানান, গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত ঘটে। বাড়িটির মালিক মৃত মোখলেছুর রহমানের পরিবার। প্রকৃত ক্ষয়ক্ষতি তাৎক্ষণিক জানা যায়নি।