রাঙামাটিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন

29

‘তথ্য সবার অধিকার, থাকবে না কেউ পেছনে আর’-এ প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গণকাল রবিবার সকালে পৌরসভা চত্বর হতে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে র‌্যালি শেষ হয়। ওইসময়ে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে তথ্য অধিকার দিবস নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার প্রধান অতিথি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেন,বর্তমান যুগ তথ্য জানার যুগ। বর্তমান তথ্য অধিকারে জানার সময়। এখন যে কেউ চাইলে তথ্য অধিকারে যে কোন তথ্য জানতে পারেন। জনগণকে এ অধিকার দিয়েছে সরকার। সাধারাণ মানুষ চাইলে যে কোন অনিয়ম দুর্নীতির তথ্য দিতে পারেন। এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল,সিভিস সার্জন ডা. শহীদ তালুকদার,অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের সদস্য মনোয়ার জসিম, জেলা তথ্য কর্মকর্তাসহ সরকারি বেসরকারি, বিভিন্ন এনজিও এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা।