রাউজানে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

4

রাউজান প্রতিনিধি

রাউজানে মাছ ধরতে গিয়ে নিখোঁজ পল্লী চিকিৎসক মো. ইয়াকুবের (৬৫) মরদেহ উদ্ধার হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টার দিকে বন্যা পরিস্থিতি উন্নতি হলে ভেসে উঠে ইয়াকুবের মরদেহ। স্থানীয় ফেরদৌস বেগম নামে
এক নারী মরদেহটি দেখতে পান। এরপর তিনি প্রতিবেশীদের সহযোগিতায় তা উদ্ধার করেন
বলে জানা গেছে। গত ২০ জুন রাউজান পৌরসভার ছিটিয়াপাড়ায় হারুন চেয়ারম্যান বাড়ির আবদুল গণির ছেলে পল্লী চিকিৎসক মো. ইয়াকুব বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে বিকাল থেকে নিখোঁজ হন। এরপর রাউজান ফায়ার সার্ভিস ও রাঙামাটি থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল মো. ইয়াকুবকে উদ্ধারে চেষ্টা চালিয়ে ব্যর্থ হন।
রাউজান উপজেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, নিখোঁজ ব্যক্তির খোঁজে তল্লাশি চালিয়ে ব্যর্থ হয় ডুবুরি দল। পরে বুধবার সকালে ইয়াকুবের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। এদিকে গতকাল দুপুরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পল্লী চিকিৎসক মো. ইয়াকুবের লাশ দাফন করা হয়।