রাউজানে মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথেরের মহাপ্রয়াণ বার্ষিকী পালিত

50

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের প্রতিষ্ঠাতা মহাসংঘনায়ক ও একুশে পদকপ্রাপ্ত কৃতি বৌদ্ধ নেতা বিশুদ্ধানন্দ মহাথের ২৫তম মহাপ্রয়াণ বার্ষিকী উপলক্ষে সভা ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব চট্টগ্রাম উত্তর জেলার শাখার উদ্যোগে উপজেলার বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের সুদর্শন মহাবিহার প্রঙ্গণে গতকাল শনিবার অনুষ্ঠিত।
মঙ্গলাচরণ করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহ সভাপতি-ভদন্ত দেবমিত্র থের। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক প্রকৌশলী জুলেন বড়ুয়া। সভার উদ্বোধন করবেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের যুগ্ম মহাসচিব দেবপ্রিয়। স্মৃতিচারণ করেন- বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের নির্বাহী সদস্য উজ্জ্বল বড়ুয়া মিন্টু, নির্বাণা পিস ফাউন্ডেশনের সভাপতি সবুজ বড়ুয়া শুভ। দেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি উত্তম কুমার বড়ুয়া। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব চট্টগ্রাম উত্তর জেলার সহ সভাপতি সত্যজিৎ বড়ুয়া, রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি স্বপন চন্দ্র বড়ুয়া, উদযাপন পরিষদের আহবায়ক মান্না বড়ুয়া, অগ্রসার মহিলা কলেজের অধ্যক্ষ সুলেখা পাল, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব চট্টগ্রাম উত্তর জেলার সহ সভাপতি মিন্টু বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুব্রত বরন বড়ুয়া সাধারণ সম্পাদক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক কর্মকর্তা প্রফেসর ড. সুমন বড়ুয়া। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব উত্তর জেলা শাখার সভাপতি ভদন্ত সুমঙ্গল থের ও সভা সঞ্চালন করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী সুমন বড়ুয়া।