রাউজানে বাল্যবিয়ে বন্ধ করলো প্রশাসন

8

রাউজান প্রতিনিধি

রাউজানে স্কুল পড়ুয়া এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুস সামাদ সিকদারের হস্তক্ষেপে কমিউনিটি সেন্টারে আয়োজিত বিয়ের অনুষ্ঠান বন্ধ করা হয়।
জানা যায়, গতকাল শুক্রবার হলদিয়া ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা গাউছিয়া হাফেজিয়া সিনিয়র মাদরাসার ১৬ বছরের দশম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা গ্রামের মোহাম্মদ জাফর আলমের প্রবাসী ছেলে মোহাম্মদ জমশেদুল আলমের (৩৩) বিয়ের আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা বাল্যবিয়েটি বন্ধ করেন।
হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম বলেন, আমার ইউনিয়নে বাল্যবিয়ের আয়োজন হচ্ছে; আমিই জানতাম না। এমনকি ওই ওয়ার্ডের ইউপি সদস্যও জানতেন না। ইউএনও মহোদয়ের হস্তক্ষেপে ১৮ বছরের আগে বিয়ে না দেওয়ার শর্তে মুচলেকা নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ সিকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দশম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে।
উল্লেখ্য, একাডেমিক ডকুমেন্ট অনুযায়ী ওই শিক্ষার্থীর জন্ম ২০০৬ সালের ৩০ এপ্রিল।