মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আবদুল হাই স্মৃতি ক্রীড়াচক্র

54

মাদারবাড়ী শোভনীয়া ক্লাব কর্তৃক আয়োজিত কে.এম এজেন্সীর পৃষ্ঠপোষকতায় মেয়র আ.জ.ম নাছির উদ্দিন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর ফাইনালে উঠেছে আবদুল হাই স্মৃতি ক্রীড়াচক্র। গতকাল বিকেলে ঐতিহ্যবাহী কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত ২য় সেমিফাইনালে আবদুল হাই স্মৃতি ক্রীড়াচক্র ২-০ গোলে নির্বাণকে পরাজিত করে। খেলার ১৩ মিনিটে আবদুল হাই স্মৃতি ক্রীড়াচক্রের খেলোয়াড় মো. ছোটনের ক্রসে একটি চমৎকার গোল করে দলকে এগিয়ে দেয় মো. মোরশেদ। খেলার ৭৭ মিনিটে আবদুল হাই স্মৃতি ক্রীড়াচক্রের তানভীর দলের পক্ষে ২য় গোল করে (২-০) দলের জয় নিশ্চিত করেন। শুক্রবার ফাইনালে তাদের প্রতিপক্ষ মিরসরাই স্পোর্টিং ক্লাব। পুরো খেলায় একক নৈপুণ্য দেখিয়ে দলকে জয়ের বন্দরে পেঁৗঁছাতে মুখ্য ভ‚মিকা রাখা আবদুল হাই স্মৃতি ক্রীড়া চক্রের গোলরক্ষক মো. আরমান ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। ম্যাচসেরার পুরস্কার তুলে দেন সদরঘাট থানার অফিসার ইনচার্জ এস.এম ফজলুর রহমান ফারুকী।
খেলা শুরু হওয়ার প্রায় ১ ঘন্টা আগে থেকে মাঠে, ব্যানার, ঢোল, বাদ্যযন্ত্র নিয়ে মাঠের আনাচে কানাচে ভর্তি হয়ে যায় পুরো মাঠ। প্রায় ১৫ হাজার দর্শক মাঠে, ছাদে, গাছে বসে খেলা উপভোগ করে। বিপুল সংখ্যক মহিলা দর্শকও মাঠে আসে নাইজেরিয়া, ঘানা ও আফ্রিকার খেলোয়াড়দের খেলা দেখতে।
খেলা পরিচালনা করেন ফিফা রেফারী মো. শহীদুজ্জামান টিপু, সহকারী- খোরশেদ আলম ও হেলাল উদ্দীন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার আনোয়ার হোসেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান নাহিদ মুরাদ মুন্না, মো. আলমগীর, সমন্বয়কারী মোশারফ হোসেন লিটন। আরো উপস্থিত ছিলেন সুনীল কৃষ্ণ দে, ফুটবল কোচ সাঈদুল আলম বুলবুল, মহসীন সাজু, মো. রাশেদ খান, আলমগীর, আলাউদ্দীন ভ‚ঁইয়া, কাজী মো. জসিম উদ্দীন, নুর জাহেদ বাবলু, শাহেদ, অভি, ঈমন, ফয়সাল, আজাদ, মিঠু। বিজ্ঞপ্তি