মেসি হাসলে দলও হাসে : পিএসজি কোচ গালতিয়ের

3

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমানোর পর নিজের স্বাভাবিক ছন্দ হারিয়ে ফেলেন লিওনেল মেসি। প্যারিসে নিজের প্রথম মৌসুমটা ভুলেই থাকতে চাইবেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তবে নতুন মৌসুমের শুরুতেই হাসি ফুটেছে তার মুখে। যা দেখে আনন্দে আত্মহারা পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের। মেসির প্রশংসায় পঞ্চমুখ গালতিয়ের বলেন, ‘সবসময় হাসি থাকে তার মুখে। অন্য খেলোয়াড়দের জন্য সে (মেসি) সব সময় অনুপ্রেরণা। তাকে মাঠে দেখা, তাকে হ্যালো বলাটা উপভোগ করি আমি। কারণ সে উদাহরণ তৈরি করে। অন্য সবার জন্য দারুণ উদাহরণ মেসি।’
গত মৌসুমে ফরাসি লিগ ওয়ান জিতলেও কাঙ্ক্ষিত সাফল্য তথা চ্যাম্পিয়নস লিগে জিততে পারেনি পিএসজি। তাই মাউরিসিও পচেত্তিনোকে সরিয়ে গালতিয়েরকে কোচের দায়িত্ব দিয়েছে ফরাসি জায়ান্টরা। দায়িত্ব নিয়েই দলকে ঢেলে সাজিয়েছেন তিনি। দলের সবার মধ্যে যোগসূত্র তৈরি করার পাশাপাশি আক্রমণভাগকে নিজের মতো করে গোছাতে শুরু করেছেন তিনি। আর তার এই পরিকল্পনায় মেসি থাকছেন অগ্রভাগে।